সম্প্রীতি কিছু দিন আগে সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা ও ললিত মোদির তুটারে পোস্ট করা ফটো দ্বারা শোরগোল ফেলেছিল নেট জগতে।সেই ফটো তে এটা সাভাবিক ভাবেই বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে কে ডেট করছে তবে তার সাথে সাথে আর একটি জল্পনা তৈরি হয়েছিল যে তাদের দুজনার বিবাহ হবে।অর্থাৎ হয়তো খুব তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তবে তার একটি পোস্ট আর মধ্যে সেই জল্পনা কেটে গেলো ।চলুন জেনে নেওয়া যাক।শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে সুস্মিতা। তার নিচে কোনও কিছু প্রসঙ্গ না উল্লেখ করে লেখেন, ‘আমি যেখানে আছি সুখে আছি। বিবাহিত নই, এখানে কোনও আংটির বিষয়ও নেই। শুধুই নিঃশর্ত ভালোবাসায় ঘেরা।
‘ললিত প্রসঙ্গ টা না টেনেই বলেছে আমি এখুন যেখানে বা যাদের সাথে আছি সেখানেই ঠিকাছি। ‘এবার আমি নিজের জীবন ও কাজে ফিরতে চাই।’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।এবং সুস্মিতা সেন এর এই পোস্ট এর মাধ্যমে জে জল্পনা তৈরি হয়েছিল সেটির ইতি ঘটল।