Home খবর অবশেষে মুখ খুললেন 'নির্বাক' সুস্মিতা

অবশেষে মুখ খুললেন ‘নির্বাক’ সুস্মিতা

সম্প্রীতি কিছু দিন আগে সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা ও ললিত মোদির তুটারে পোস্ট করা ফটো দ্বারা শোরগোল ফেলেছিল নেট জগতে।সেই ফটো তে এটা সাভাবিক ভাবেই বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে কে ডেট করছে তবে তার সাথে সাথে আর একটি জল্পনা তৈরি হয়েছিল যে তাদের দুজনার বিবাহ হবে।অর্থাৎ হয়তো খুব তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তবে তার একটি পোস্ট আর মধ্যে সেই জল্পনা কেটে গেলো ।চলুন জেনে নেওয়া যাক।শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে সুস্মিতা। তার নিচে কোনও কিছু প্রসঙ্গ না উল্লেখ করে লেখেন, ‘আমি যেখানে আছি সুখে আছি। বিবাহিত নই, এখানে কোনও আংটির বিষয়ও নেই। শুধুই নিঃশর্ত ভালোবাসায় ঘেরা।

 

‘ললিত প্রসঙ্গ টা না টেনেই বলেছে আমি এখুন যেখানে বা যাদের সাথে আছি সেখানেই ঠিকাছি। ‘এবার আমি নিজের জীবন ও কাজে ফিরতে চাই।’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।এবং সুস্মিতা সেন এর এই পোস্ট এর মাধ্যমে জে জল্পনা তৈরি হয়েছিল সেটির ইতি ঘটল।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments