মালদা-অবৈধ সম্পর্কের অভিযোগ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদা জেলা চাচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম ছবি বিবি বয়স (২২) বছর। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার বাসিন্দা নুর আলমের সাথে বিগত তিন বছর আগে সামাজিক মতে বিবাহ ছবি খাতুনের। বিয়ের পরে তাদের সংসার ভালোই চলছিল।
বিগত পাঁচ ছয় দিন আগে এলাকারই এক যুবক ওই গৃহবধূর মোবাইলে বিভিন্ন ধরনের মেসেজ পাঠায়। সেই মেসেজ স্বামী নুর আলমের চোখে পড়ে। এই নিয়ে পারিবারিক তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। বিগত পাঁচদিন আগে ওই গৃহবধূকে বাবার বাড়িতে রেখে চলে আসে তার স্বামী। এরপরে অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। তাই তার স্বামীর অভিযোগকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না গৃহবধূ। এরপর বাধ্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর পরে সুখের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। মৃত গৃহবধূর এক আত্মীয় জানান যে যুবক তার মোবাইলে মেসেজ করত। সেই কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব এবং পুলিশের কাছে অনুরোধ করবো যুবককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।