অসহায় এক মা হাতির গল্প
সম্প্রতি ইন্টারনেটে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি অসহায় মা হাতিকে দেখা যাচ্ছে,। মা হাতিটি তার পাশে শুয়ে থাকা তার বাচ্চা হাতিটিকে অনেকক্ষণ ধরে উঠানোর চেষ্টা করলেও সে দিচ্ছে না কোন সারা, তাই হতাশ মা হাতিটি।
মা-হাতিটি তাকে বারবার শুঁড় দিয়ে ঠেলছে, কিন্তু মায়ের শুঁড়ের ঠেলা খেয়েও ওঠেনি সে। তখন তাকে খুবই হতাশ ও অসহায় লাগে। তবে সে হাল ছাড়ে না। এটা ঘটছে একটি চিড়িয়াখানায়। হাতিটি তখন সেই চিড়িয়াখানার কর্মীদের ডেকে আনে বাচ্চাটির কী হল, তা জানার জন্য।
চিড়িয়াখানার কর্মীরা মা-হাতির ডাকে তখনই চলে আসে এবং বাচ্চাটিকে জোরে জোরে ঠেলে ঘুম থেকে তুলে দেয়। ঘুম ভাঙতেই খানিক হকচকিয়ে তার পরেই মায়ের দিকে দৌড়তে থাকে সে। মা-হাতিও হাঁফ ছেড়ে বাঁচে। এত মানবিক ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ঘুম থেকে উঠছে না বাচ্চাটি, ফলে মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে।
মা ও বাচ্চা হাতির এই অপূর্ব সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দি হয়েছে, এবং এই ভিডিওটি নেটিজেন্দের মন মুগ্ধ করেছে।