আদানি ৫২ সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে শেয়ারের দাম
এই শুক্রবার শেয়ার বাজারে লেনদেনের করার সময় দেখা গিয়েছে, গ শেয়ার ৫২ সপ্তাহে সবচেয়ে উঁচু স্তরে পৌঁছেছে।আদানি গ্রুপের এই শেয়ারটি সকালে ৩০১৫ টাকার স্তরে পৌঁছেছে। আগের ৫২ সপ্তাহে স্তরে পৌঁছে ছিল ৩০০০ টাকায়।এই শুক্রবার NSE তে ০.১৪ শতাংশ কমে গিয়ে বন্ধ হয়েছিল ২,৮৮৫.২০ টাকায়।ট্রেডিং অব্যাহত রাখার জন্য শেয়ারগুলো তাদের লাভ ধরে রাখতে পারেনি।
যে দুটি শেয়ার উচ্চস্তরে পৌঁছেছে, সেই দুটি শেয়ার হল আদানি ট্রান্সমিশন এবং আদানি এন্টারপ্রাইজ । গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে অস্থিরতা থাকলেও, এই দুটি স্টক তাদের বিনিয়োগকারীদের খুব ভালো রিটার্ন দিয়েছে।
আপনাদের স্টকের পারফরম্যান্সের কথা জানিয়ে রাখি, গত ৫ দিনে আদানি ট্রান্সমিশনের শেয়ার বেড়েছে ১২.৪৩ শতাংশ। গত ১ মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দেওয়া হয়েছে ৩৫.৮০ শতাংশ। চলতি বছরে স্টকটি লাভ করেছে ৬৬.৬৭ শতাংশ। গত এক বছরে বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে ১৮৩.৮২ শতাংশ।লেনদেনের সময় স্টকটি ৫২ সপ্তাহের শেষে দাড়িয়েছে ২,৪২২.৯৫ টাকা। NSE তে স্টকটি বেড়ে দাঁড়িয়েছে ০.৭৫ শতাংশ এবং বন্ধ হয়েছে ২,৪০১.০০ টাকায়।গত ১ মাসে তার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ১৫.২৭ শতাংশ।স্টকের পারফরম্যান্স অনুযায়ী, শেয়ার গত ৫ দিনে বেড়েছে ৩.৪৩ শতাংশ।