এসিএন লাইফ নিউজ, ৫ ডিসেম্বর : গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপ আরও দুর্বল হবে । সেই কারণে আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে । হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ৬ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ৬ ডিসেম্বর পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে আবাহাওয়া অফিস ।
ছবি সৌজন্য : pixabay