আহত ময়াল সাপ কে উদ্ধার করে চিকিৎসা করিয়ে জঙ্গলে ছাড়ল বনদফতর । আজ দুপুরে ওন্দার ছিনপুর গ্রাম সংলগ্ন জমিতে একটি সাত ফুট লম্বা ময়াল সাপ দেখতে পায় এলাকার মাঠে থাকা কৃষকরা। সাপের মাথার অংশ চোট দেখতে পান এলাকার মানুষ। মনে করা হচ্ছে মাঠে চাষ দেওয়ার সময় ট্রাক্টরের ফলায় মৃদু চোট পায় সাপটি।
এর পরে স্থানীয় বনদফতর কে খবর দেওয়া হলে ওন্দা রেঞ্জ অফিসের আধিকারিক ও কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপের মাথার উপরে চোট থাকায় পশু চিকিতসক দেখিয়ে ফের ওই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপটি সুস্থ থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বনদফতর।
বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট , ACN life news