উত্তরবঙ্গের জন্য রেল নতুন ট্রেনের পরিষেবা দিল
এই বছরে মানুষ বেশির ভাগ টাই গেছে উত্তর বঙ্গের সফরে।তাই ট্যুরিস্ট দের কথা চিন্তা করেই রেল কর্তপক্ষ নতুন করে উত্তর ব্যঙ্গ গামি দু টি ট্রেন দিলেন।রেল খবর মারফত জানা যাচ্ছে ।অনেকেই প্ল্যান করছেন উত্তরবঙ্গ যাওয়ার, কিন্তু এতটাই বেশি টিকিটের চাহিদা যে, প্ল্যান করাই সার। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে পুড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। কলকাতা সহ রাঢ়বঙ্গে চলছে সূর্যদেবের প্রকোপ। কিন্তু সেই তুলনায় উত্তরবঙ্গের (North Bengal) অবস্থা খানিক ভালো।আপনারাও যদি সেরকম কিছু প্ল্যান করছেন তাহলে বিশেষ কিছু খবর নিয়ে হাজির হয়েছি আমরা।
ভারতীয় রেল (Indian Railways) এবার সুখবর জানাল। বঙ্গবাসীকে উত্তরবঙ্গের টিকিটের চাহিদা দেখে তারা শুরু করছে স্পেশাল ট্রেন। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে । এই রুটে মোট দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখি যে, আগামী ২১ এবং ২৮ জুলাই শিয়ালদা থেকে aনিউ জলপাইগুড়ি রওনা দেবে এই ট্রেন।আবার ২২ ও ২৯ জুলাই ফের রওনা হবে ট্রেন দুটি। আসা বা যাওয়া উভয় ক্ষেত্রেই স্পেশ্যাল ট্রেন গুলি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মালদা স্টেশনে দাঁড়াবে। ফলে শুধু ভ্রমনপিপাসু রাই নয়, সাধারণ মানুষেরও মুশকিল আসান হবে।
শিয়ালদা থেকে রাত ১১ টা ১০-এ রওনা দেবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। পৌঁছাবে একেবারে পরেরদিন সকাল ১০ টা পাঁচে। যাত্রীদের সুবিধার জন্য রাখা হয়েছে শুধু স্লিপার এবং AC কোচ। নতুন ঘোষণা হওয়ার জন্য আপাতত ট্রেনের টিকিট ফাঁকা দেখালেও বেশিদিন সেই জায়গা খালি থাকবেনা। তাই অতি সত্বর এই সুবিধা নিয়ে নিন।