Home খবর এশিয়া কাপ খেলায় সংশয় ইন্ডিয়ান টিম

এশিয়া কাপ খেলায় সংশয় ইন্ডিয়ান টিম

আইসিসি প্রতিযোগিতায় এ বার বিরাট কোহলীরা চ্যাম্পিয়ন হতে পারেন বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। আগামী মাসে শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপ নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান।শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির মধ্যে সে দেশে ভারত এশিয়া কাপ খেলতে যাবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। এক মাস অপেক্ষা করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে এখনি সিদ্ধান্ত দিতে নারাজ বোর্ডপ্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।তিনি মনে করে সমস্ত পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো হুটকারিতা করতে চান না তিনি।২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। তা নিয়ে অবশ্য বেশি চিন্তা করতে নারাজ সৌরভ।এখনই কোনও সিদ্ধান্ত না নিয়ে অন্তত এক মাস

 

 

অপেক্ষা করতে চান তাঁরা। যদি পরিস্থিতি ঠিক থাকে তবে ভারত এশিয়া কাপ খেলবে আর যদি পরিস্থিতি ঠিক না বা ক্রিকেটাররা শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপে নিজেদের সুরক্ষিত মনে না করে তাহলে খেলা হবে না ।
তিনি বলেন, ‘‘প্রতি বার কেউ আইসিসি প্রতিযোগিতা জেতে না।তবে তার এই বাড়ে আসা জে কোহলীরা ট্রফি জিতবেন ।২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছিলাম। ২০১৯ সালের বিশ্বকাপে

 

সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। তার মানে আমরা খুব একটা খারাপ খেলছি না।দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। আশা করছি অস্ট্রেলিয়ায় ভারত জিতবে। তবে তার জন্য সবাইকে ভাল খেলতে হবে।তিনি বলেন, ‘‘ভারত যখনই খেলতে নামে সবাই জেতার আশা করে। এ বারও সেটাই করবে।আগামী ২৮ অগস্ট থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা। সেখানকার উত্তাল পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে কি না, বা হলেও ভারত খেলতে যাবে কি না তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই।তবে akhun দেখার বিষয় জে পরিস্থিতি বুঝে সৌরভ কি সিদ্ধান্ত নান।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments