আইসিসি প্রতিযোগিতায় এ বার বিরাট কোহলীরা চ্যাম্পিয়ন হতে পারেন বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। আগামী মাসে শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপ নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান।শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির মধ্যে সে দেশে ভারত এশিয়া কাপ খেলতে যাবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। এক মাস অপেক্ষা করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে এখনি সিদ্ধান্ত দিতে নারাজ বোর্ডপ্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।তিনি মনে করে সমস্ত পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো হুটকারিতা করতে চান না তিনি।২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। তা নিয়ে অবশ্য বেশি চিন্তা করতে নারাজ সৌরভ।এখনই কোনও সিদ্ধান্ত না নিয়ে অন্তত এক মাস
অপেক্ষা করতে চান তাঁরা। যদি পরিস্থিতি ঠিক থাকে তবে ভারত এশিয়া কাপ খেলবে আর যদি পরিস্থিতি ঠিক না বা ক্রিকেটাররা শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপে নিজেদের সুরক্ষিত মনে না করে তাহলে খেলা হবে না ।
তিনি বলেন, ‘‘প্রতি বার কেউ আইসিসি প্রতিযোগিতা জেতে না।তবে তার এই বাড়ে আসা জে কোহলীরা ট্রফি জিতবেন ।২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছিলাম। ২০১৯ সালের বিশ্বকাপে
সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। তার মানে আমরা খুব একটা খারাপ খেলছি না।দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। আশা করছি অস্ট্রেলিয়ায় ভারত জিতবে। তবে তার জন্য সবাইকে ভাল খেলতে হবে।তিনি বলেন, ‘‘ভারত যখনই খেলতে নামে সবাই জেতার আশা করে। এ বারও সেটাই করবে।আগামী ২৮ অগস্ট থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা। সেখানকার উত্তাল পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে কি না, বা হলেও ভারত খেলতে যাবে কি না তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই।তবে akhun দেখার বিষয় জে পরিস্থিতি বুঝে সৌরভ কি সিদ্ধান্ত নান।