আজ মেমারীর ঐশী সিংহ রায় এর জন্মদিন উপলক্ষে একটি অ্যান্টি- রাবিশ ভ্যাকসিন ক্যাম্প করা হয় burdwan society for animal wellfare আর শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে।এখানে 126টি পথ সারমেয় দের জলাতঙ্কের টিকা প্রদান করা হয় বিনামূল্যে,
যা মেমারি শহরে প্রথম।এই অনুষ্ঠান ছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প এর আয়োজন করা হয় যেখানে প্রায় 50 টি ব্লাড ডোনেট করা হয়।এই ছাড়া উনি প্রায় 11টি দেশী পাখি(10 টি মুনিয়া,1টি ফুলটসি টিয়া ) পাখি আকাশে উড়িয়েনতুন ভাবে জীবন দান করেন,বিখোরপন,প্রায় 40টি কুকুর,24টি বিড়াল,2টি গরুর দুপুরবেলার নৈশ ভোজের ব্যাবস্থা করেন( এই অ্যানিমাল গুলো burdwan society for animal wellfare এর)এই ভাবে আজ কের এই দিনটি সমাজ সেবা মূলক কাজের মধ্যে দিয়ে কাটান