এই বিল স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কৃষকদের স্বাধীনতার বিল এই ভাষাতেই কৃষি বিলের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি নেতা সমীক ভট্টাচার্য।
আজ সন্ধ্যায় বাঁকুড়া পাত্রসায়ের কৃষক সুরক্ষা পদযাত্রায় অংশ নিয়ে এমনটাই বলেন তিনি।
আজ সন্ধ্যায় কৃষি বিলের সমর্থনে পদযাতা ও একটি পথসভায় অংশ নেন বিজেপি রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেতা ও বিজেপি নেতা সুমন ব্যানার্জি। সেখানেই পাত্রসায়ের কাকরডাঙ্গা মোড়ে পুলিশের গুলিতে আহত সেসময় বছর ১৪ তরুণ সহ ৫০০ জন তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপি তে যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সমীক ভট্টাচার্য।
প্রথমে পাত্রসায়ের ডাকবাংলো মোড় থেকে কৃষি বিল সমর্থনে মিছিল করে কাঁকড়ডাঙ্গা পর্যন্ত তারপর কাঁকডডাঙ্গা মড়ে একটি পথসভায় অংশ নেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
পথসভা শেষে সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্ত হতে চাইছে। এই সরকার কার্যত একটা বিদায়ী সরকারের পরিণত হয়েছে। শুধু সময়ের অপেক্ষা। কৃষি বিল নিয়ে কংগ্রেস সিপিএম তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কৃষকদের শঙ্কিত করার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সেজন্য এখন সর্বত্রই হাতরাসের ঘটনা নিয়ে মিছিল করছে।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেন, কৃষকদের পক্ষে এর থেকে ভালো আইন আজ পর্যন্ত তৈরি হয়নি। এই দিল কৃষকদের স্বভিমান, স্বাধীনতা, আত্মমর্যাদা ও তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে। এই বিল কৃষকদের জমির সুরক্ষা দেবে। এই যে কোনো চুক্তি করার এবং চুক্তি ভঙ্গ করার অধিকার দেবে। এই বিল অনলাইন ও যে কোন বাজারে গিয়ে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করার অধিকার দেবে। প্রযুক্তির উন্নতি হবে। চুক্তির চার্জ বাড়বে। বাড়বে প্রকৃতির উপর নির্ভরশীল, অনিশ্চিয়তার চলে যাবে। এই বিল স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কৃষকের স্বাধীনতার বলেই তিনি অভিহিত করেন।