কৃষি বিল এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস, এদিন মিছিলটি খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘড়কুড়ো থেকে শুরু করে কুমিরকোলা বাজারে এসে শেষ হয়, এদিনের মিছিলে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার নবীনচন্দ্র বাগ,
খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল ও সহ সভাপতি রাধাকান্ত মন্ডল, শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ ঘোষ সহ খণ্ডঘোষ ব্লকের দশটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা ও হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এ দিনের মিছিলে পা মেলান,
এদিনের মিছিল থেকে তৃণমূল এর নেতাকর্মীরা এ আওয়াজ তোলেন কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে গদি ছাড়তে হবে।
খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট