কোটিপতি হতেই কৃষক এর ছেলে পলাতক
বাবা হলেন একজন কৃষক।ছেলে রাতারাতি জিতে গেলেন 1 কোটি টাকা।ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর মাহাতো পাড়ায়। বছর 35 আর বুদ্ধদেব মাহাতো নিয়মিত প্রত্যেকদিন কাটতেন টিকিট ।যার ফলে বাবা ও মা এর কাছে খেতেন বকা।তবে কেই বা জানতো একদিন এই ভাবেই হয়ে যাবে সে কোটিপতি।বুদ্ধদেব মাহাতো ১৫০ টাকার টিকিট কেটে হলেন কোটিপতি। সেই লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন বুদ্ধদেব মাহাতো। কোটিপতি হওয়ার খবর পেয়েই আনন্দে আত্মহারা বুদ্ধদেবের খোঁজ মিলছিল না। শুক্রবার হরিহরপাড়ার রুকুঁনপুর মোড়ে একটি লটারির দোকান থেকে ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন বুদ্ধদেব মাহাতো।
তারপর আর পাঁচটা দিনের মতোই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই লটারির দোকানদার তাঁর খোঁজ করে এলাকায় আসেন এবং জানান, তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। সেই খবর শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন বুদ্ধদেব।ছেলের কোটিপতি হওয়ার খবর প্রথমে তাঁরা lলোকের মুখেই শুনেছেন। স্বপনবাবু বলেন, “লটারি বিক্রেতা, আশপাশের লোকেরা রাতে মোটরবাইক নিয়ে এসে ছেলের খোঁজ নিচ্ছিল। তাঁদের থেকেই জানতে পারি, লটারিতে ১ কোটি টাকা উঠেছে। ছেলে কোথায় গেল ভয় পেয়ে আমরা থানায় যাই। সেখানে ছেলেও গিয়েছিল।” লটারির টাকা সুষ্ঠুভাবে পেতে পুলিশেরই সাহায্য নিচ্ছেন তাঁরা।টিকিটে কোটি টাকা লটারি লাগার আনন্দ পেলেন।বুদ্ধদেব মাহাতো শুক্রবার সন্ধ্যায় ২৫ টাকা দামের ৫টি ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন। সেগুলির মধ্যেই একটিতে কোটিপতি হলেন তিনি।