Home খবর কোটিপতি হতেই কৃষক এর ছেলে পলাতক

কোটিপতি হতেই কৃষক এর ছেলে পলাতক

কোটিপতি হতেই কৃষক এর ছেলে পলাতক

বাবা হলেন একজন কৃষক।ছেলে রাতারাতি জিতে গেলেন 1 কোটি টাকা।ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর মাহাতো পাড়ায়। বছর 35 আর বুদ্ধদেব মাহাতো নিয়মিত প্রত্যেকদিন কাটতেন টিকিট ।যার ফলে বাবা ও মা এর কাছে খেতেন বকা।তবে কেই বা জানতো একদিন এই ভাবেই হয়ে যাবে সে কোটিপতি।বুদ্ধদেব মাহাতো ১৫০ টাকার টিকিট কেটে হলেন কোটিপতি। সেই লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন বুদ্ধদেব মাহাতো। কোটিপতি হওয়ার খবর পেয়েই আনন্দে আত্মহারা বুদ্ধদেবের খোঁজ মিলছিল না। শুক্রবার হরিহরপাড়ার রুকুঁনপুর মোড়ে একটি লটারির দোকান থেকে ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন বুদ্ধদেব মাহাতো।

 

 

 

 

 

 

তারপর আর পাঁচটা দিনের মতোই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই লটারির দোকানদার তাঁর খোঁজ করে এলাকায় আসেন এবং জানান, তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। সেই খবর শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন বুদ্ধদেব।ছেলের কোটিপতি হওয়ার খবর প্রথমে তাঁরা lলোকের মুখেই শুনেছেন। স্বপনবাবু বলেন, “লটারি বিক্রেতা, আশপাশের লোকেরা রাতে মোটরবাইক নিয়ে এসে ছেলের খোঁজ নিচ্ছিল। তাঁদের থেকেই জানতে পারি, লটারিতে ১ কোটি টাকা উঠেছে। ছেলে কোথায় গেল ভয় পেয়ে আমরা থানায় যাই। সেখানে ছেলেও গিয়েছিল।” লটারির টাকা সুষ্ঠুভাবে পেতে পুলিশেরই সাহায্য নিচ্ছেন তাঁরা।টিকিটে কোটি টাকা লটারি লাগার আনন্দ পেলেন।বুদ্ধদেব মাহাতো শুক্রবার সন্ধ্যায় ২৫ টাকা দামের ৫টি ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন। সেগুলির মধ্যেই একটিতে কোটিপতি হলেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments