Home খবর কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এই পাঁচ ক্রিকেটার সরকারি পদে...

কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এই পাঁচ ক্রিকেটার সরকারি পদে কর্মরত

কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এই পাঁচ ক্রিকেটার সরকারি পদে কর্মরত।

এতকিছুর পরেও ভারতীয় ক্রিকেটের এমন কিছু ক্রিকেটার আছেন যারা সরকারি চাকরিতে বড় পদে যুক্ত আছেন। চলুন তবে জেনে নেওয়া যাক এই সমস্ত ক্রিকেটার কারা।
যুজবেন্দ্র চাহাল- এই তালিকায় সবচেয়ে তরুণ হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। দাবা চ্যাম্পিয়ন যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলের সেরা লেগ স্পিনার। তিনি ক্রিকেটের পাশাপাশি আয়কর বিভাগের বড় অফিসার হিসেবে চাকুরিরত আছেন।

 

x

 

 

 

 

 

 

শচীন টেন্ডুলকার- ক্রিকেট জগতে শচীন টেন্ডুলকার এক উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় দলের সেরা ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকারের নাম সবার আগে আসে। শচীনকে তার সাফল্যের জন্য ভারতীয় বিমান বাহিনী দ্বারা ২০১০ সম্মানিত করা হয়। তার কৃতিত্বের সম্মান স্বরূপ ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল তাকে।

 

 

 

 

উমেশ যাদব- ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার এক সময় পুলিশের চাকরি করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বডি ফিট নেই বলে তাকে বের করে দেওয়া হয়। বর্তমানে ভারতীয় দলের নির্ভরযোগ্য পেস বোলার তিনি। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যুক্ত আছেন তিনি। জানা গেছে, ক্রিকেটকে অবসর জানিয়ে তিনি ব্যাংকের চাকরিতে যোগদান করবেন।

 

 

 

 

 

 

মহেন্দ্র সিং ধোনি: আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করার আগে মহেন্দ্র সিং ধোনি টিটি হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যে চাকরি থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ভারত সরকারের কাছ থেকে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগদান করেন। হরভজন সিং- ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে আছেন। তিনি পাঞ্জাব সরকারের কাছ থেকে সরকারি

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments