Home খবর কোহলি কি ফিরতে পারবে তার পুরনো ছন্দে

কোহলি কি ফিরতে পারবে তার পুরনো ছন্দে

বিশ্রাম চাওয়া নিয়ে বাড়ছে বিতর্ক। টানা ব্যর্থতায় বাড়ছে সমালোচনা। কেনো সে নতুন ছন্দে ফিরতে পারছেন না সে।ছোটবেলার কোচ রাজকুমার শর্মারও বাড়ছে প্রিয় ছাত্রের ছন্দহীনতা চিন্তা।সমালোচনার সাথে সাথে কী ভাবে রানে ফিরবেন কোহলী তা নিয়েও হচ্ছে আলোচনা।তবে এবার বিরাট কোহলির জন্য খুশির বার্তা!কিন্তু সেই ভাল ইনিংস যেন কিছুতেই ধরা দিচ্ছে না ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাটে।রাজকুমার চান ছোটবেলার মতোই ভুল শুধরে দিয়ে কোহলীর ব্যাটে রান ফিরিয়ে দিতে ।


কোহলীর ছোটবেলার কোচ রাজকুমার জানিয়েছেন, কোহলী যদি তাঁর অ্যাকাডেমিতে অনুশীলন করতে চায়, তা হলে তিনি সাহায্য করতে প্রস্তুত। রাজকুমার বলেছেন, ‘‘আমার অ্যাকাডেমি কোহলীর নিজের মাঠ।তিনি বলেন এখানে এসে অনুশীলন করতে পারে। যত ক্ষণ খুশি নেটে সময় কাটাতে পারে। কোহলী এখানে অনুশীলন করতে এলে আমারও ভাল লাগবে। তাছাড়া এখানে কোহলী অনেক স্বচ্ছন্দে অনুশীলন করতে পারবে।

’’কোহলীর খারাপ ছন্দ নিয়ে রাজকুমার অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেছেন, ‘‘ওর ছন্দটা প্রধান বিষয় নয়। যে বলগুলোতে আউট হয়েছে, সেগুলোর অধিকাংশই বেশ ভাল ছিল। ও আমার কাছে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। মনে হয় তাতে কোহলীর ভালই হবে।’’আইপিএলেও ১৬টি ম্যাচে ৩৪১ রান করেন তিনি। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট কোনও শতরান করেননি ৭০টি আন্তর্জাতিক ক্রিকেটের ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments