প্রয়াত সনৎ কুমার বাগদি ও চিত্তরঞ্জন সরকার স্মৃতি রানিং ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো সোনামুখীর নবাসন গ্রামে। সোনামুখীর প্রত্যন্ত গ্রাম এলাকা নবাসন গ্রামে একটি রানিং ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল তারই আজ ফাইনাল খেলা সেই খেলায় অংশগ্রহণ করে আটটি টিম তারই মধ্যে ফাইনালে উঠে 231 সোনামুখী ক্রিকেট একাডেমি ও ওন্দা আশ্রয়ই ওয়েলফেয়ার সোসাইটি ।
ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ফার্স্ট ব্যাটিং করে 274 রানের টার্গেট যায় এবং সোনামুখী ক্রিকেট একাডেমি সেই রান চেস করতে নামে এবং পরাজিত হয় পদাশ্রয় সোসাইটি ক্লাবের কাছে এবং ফাইনালে জয়ী হয় উন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব।
এই খেলা কে ঘিরে প্রতিবছরের মতো এবছরও ক্রিকেট প্রেমীদের ভিড় ছিলভিড় ছিল চোখে পড়ার মতো । এই প্রতিযোগিতায় বাঁকুড়া ও বর্ধমান জেলার মোট আটটি দল অংশ গ্রহণ করে।
সব দলকে পিছু ফেলে মেগা ফাইনালে অংশ গ্রহণকরে ওন্দা আশ্রয় ওয়েল ফেয়ার সোসাইটি সাথে সোনামুখী ক্রিকেট একাডেমি ।
টসে জিতে অন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি চার উইকেটের বিনিময়ে 273 রান করে এরপর সোনামুখী একাডেমি 162 রান করে 9 উইকেটের বিনিময়ে । এদিনের ফাইনাল প্রতিযোগিতায় ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি 111 জয় লাভ করে । এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ্ দা ম্যাচ নির্বাচিত হয় ওন্দা ওয়েলফেয়ার সোসাইটির দিগম্বর সিং ঐতরী ।