Home আজকের খবর ক্রিকেট টুর্নামেন্ট

ক্রিকেট টুর্নামেন্ট

প্রয়াত সনৎ কুমার বাগদি ও চিত্তরঞ্জন সরকার স্মৃতি রানিং ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো সোনামুখীর নবাসন গ্রামে। সোনামুখীর প্রত্যন্ত গ্রাম এলাকা নবাসন গ্রামে একটি রানিং ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল তারই আজ ফাইনাল খেলা সেই খেলায় অংশগ্রহণ করে আটটি টিম তারই মধ্যে ফাইনালে উঠে 231 সোনামুখী ক্রিকেট একাডেমি ও ওন্দা আশ্রয়ই ওয়েলফেয়ার সোসাইটি ।

ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ফার্স্ট ব্যাটিং করে 274 রানের টার্গেট যায় এবং সোনামুখী ক্রিকেট একাডেমি সেই রান চেস করতে নামে এবং পরাজিত হয় পদাশ্রয় সোসাইটি ক্লাবের কাছে এবং ফাইনালে জয়ী হয় উন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব।

এই খেলা কে ঘিরে প্রতিবছরের মতো এবছরও ক্রিকেট প্রেমীদের ভিড় ছিলভিড় ছিল চোখে পড়ার মতো । এই প্রতিযোগিতায় বাঁকুড়া ও বর্ধমান জেলার মোট আটটি দল অংশ গ্রহণ করে।

সব দলকে পিছু ফেলে মেগা ফাইনালে অংশ গ্রহণকরে ওন্দা আশ্রয় ওয়েল ফেয়ার সোসাইটি সাথে সোনামুখী ক্রিকেট একাডেমি ।

টসে জিতে অন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি চার উইকেটের বিনিময়ে 273 রান করে এরপর সোনামুখী একাডেমি 162 রান করে 9 উইকেটের বিনিময়ে । এদিনের ফাইনাল প্রতিযোগিতায় ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি 111 জয় লাভ করে । এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ্ দা ম্যাচ নির্বাচিত হয় ওন্দা ওয়েলফেয়ার সোসাইটির দিগম্বর সিং ঐতরী ।

Most Popular

কলকাতার দুর্গাপুজো দেখতে ফ্রান্সের ইঞ্জিনিয়াররা

এ বছরই বাংলার দুর্গা উৎসব বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে ইউনেস্কোর বিচারে। আর সেই কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে বাংলার এই দুর্গা উৎসব...

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

Recent Comments