বলেছিলেন ছবিতে বুয়ার রোল পেলেও করবো ।তবে তাকে নেওয়া হলো প্রধান চরিত্রে। এপার ও ওপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া বা নুসরাত।ভারতীয় সুপারস্টার জিৎ এর সাথে তিনি অভিনয় করেছেন এবং সেখানে ব্যাপক প্রশংসা পেয়েছেন।’বঙ্গ বন্ধু’ বাওপিক এ মূল চরিত্রে দেখা যাবে তাকে।এই বাওপীক টি বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়া তৈরি। প্রধানমন্ত্রীর তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। এ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের উদ্দেশ্য রওনা হবেন ফারিয়া।সম্প্রীতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , ফারিয়ার ইচ্ছা ছিল, এ সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে হলেও ইতিহাসের হওয়ার। তার ভাষায়, যদি বুয়ার চরিত্রও পেতাম তাহলেও আমি করতাম।এই সিনেমার অডিশন সম্পর্কে তিনি বলেন – ২০১৯ সালের মার্চ বা এপ্রিল মুম্বাইতে আমার গানের শুটিং করছিলাম।
ফোনে অডিশনের খবর জানানো হয়েছিল, তখন কলকাতায় ছিলাম।অডিশন ছিল 1স্ট লটে।তবে কিছুক্ষণ পর বলেন মুখ ধুয়ে আসুন । আর তারপর শ্যাম বেনেগাল কে দেখলাম।তারপর আমাকে ডায়লগ দিল ও আমি অডিশন দিলাম।’অপারেশন সুন্দরবন’ a শুটিং করছিলাম তখুন ফোন আসলো আমি সিলেক্ট হয়েছি ‘বঙ্গবন্ধু’ সিনেমার মূল চরিত্রের জন্য। ব্যাস আমি এত পরিমাণে চল্লেছি জে সুন্দরবনের পাখি,পশু,গাছপালা,সবাই আমার সু খবর টা জেনে গেছে
।বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মূলত মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু এরপর রেডিও জকি হিসেবে কাজ করেছিলেন তিনি।এরপর সোজা সিনেমার পর্দায় চলে এসেছেন তবে সিনেমার পর্দায় এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন দর্শকদের তার অভিনয় এর প্রশংসা করেছেন অনেকেই এবং এখনো পর্যন্ত তিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন