ভাঙ্গরে,অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, মৃত্যু গর্ভস্থ শিশুর
বাবলু প্রামানিক,দক্ষিন24পরগনা
এক অন্তঃসত্ত্বা গৃহবধূ কে বেধড়ক মারধর সহ পেটে লাথি মারায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভাঙড়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ভাঙড়ের কাশিপুর থানা এলাকার চালতাবেড়িয়া গ্রামে মনিরুল মল্লিক এবং আলাউদ্দিন মল্লিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিবাদ লেগেই ছিলো।অভিযোগ শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে মনিরুলের বাড়ির গিয়ে হম্বিতম্বি করতে শুরু করে। সেই সময় মনিরুলের অন্তসত্ত্বা মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করে। তাকে ধরে বেধড়ক মারধর এমনকি অন্তসত্ত্বার পেটে লাথি মারে বলে অভিযোগ।
মারের চোটে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মনিরুলের মেয়ে ।তড়িঘড়ি তাকে জিরেনগাছা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মারের চোটে,রক্তক্ষরণ হয়ে গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে।এই ঘটনায় শনিবার সকালে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মনিরুল মল্লিক। পুলিশ অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।