নিজেদের পারফরম্যান্স তুঙ্গে রাখতেই তাঁরা উদ্দাম সঙ্গমের রাস্তা বেছে নেন। আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়ে গেল কমনওয়েলথ। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। চলতি বছর বার্মিংহ্যামে বসেছে কমনওয়েলথের (Commonwealth Games) আসর।অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমস।
মাল্টি স্পোর্টসের এই দুই শো-পিস ইভেন্টে চর্চায় থাকে কন্ডোম (Condom)। আয়োজকদের মাথায় সুষ্ঠু ভাবে এই ইভেন্ট আয়োজন করার পাশাপাশি, আরও একটি বিষয় ভীষণ ভাবে থাকে, তা হল নিরাপদ যৌনতা বা ‘সেফ সেক্স’ (Safe Sex)। সারা বিশ্বের বহু অ্যাথলিটই গেমস ভিলেজে দেদার যৌনতায় মাতেন।
তৈরি ১৫০,০০০ নিরোধ।এবার ব্রিটিশভূমে ৬৫০০ অ্যাথলিট শামিল হয়েছেন ১২ দিন ব্যাপী এই খেল মহোৎসবে। এখানেই থাকবেন সকল অ্যাথলিটরা। যদিও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যদিও সামাজিক দূরীকরণের কথা মাথায় রেখে নিরাপদ যৌনতাকে সেভাবে মদত দিতে ইচ্ছুক নয়।গর্ভনিরোধের প্রয়োজন রয়েছে বলেই আমরা মনে করেছি। কমনওয়েলথ গেমসের তিনটি সাইটে ৫০ হাজার করে কন্ডোম মিলিয়ে মোট ১৫০,০০০ কন্ডোম প্রয়োজন।
সুতরাং কন্ডোম সরবরাহ করার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না।” জানা গিয়েছে কন্ডোমের স্পনরশিপের জন্যও আলোচনা করছে আয়োজক সংস্থা। গতবছর টোকিও অলিম্পিক্সে ১৬০,০০০ কন্ডোম বিলি করা হয়েছিল। দেখতে গেলে ধারে ও ভারে অলিম্পিক্সের চেয়ে কমনওয়েলথ অনেকটাই পিছিয়ে। তবুও মোট কন্ডোমের সংখ্যার ফারাক সেখানে মাত্র ১০ হাজার।
ফলে বোঝাই যাচ্ছে যে, বার্মিংহ্যামে যৌনতার সাগরে ভাসবেন অ্যাথলিটরা। কন্ডোমের চাহিদাই বলে দিচ্ছে সেই কথা।বার্মিংহ্যাম সিটি কাউন্সিলের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কার্ল বেসে বলছেন, “আমরা কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির সঙ্গে দেখা করেছি।