জল সংরক্ষণে তৎপর কুকুর ,অবাক করা ব্যাপার
বর্তমানে ভূগর্ভস্থ জলের সমস্যা দেখা দিয়েছে। বিশিষ্ট বিজ্ঞানীরা সমস্ত মানুষ কে সচেতনতা অবলম্বন করতে বলেছেন জলের প্রতি।আমাদের দেশের অনেক রাজ্যে জলের অভাব । কোথায় গভীর কুয়া থেকে জল বার করতে হয় কোথাও আবার অনেক মাইল গীয়ে জল আনতে হয় ।
যেমন মধ্যপ্রদেশ,রাজস্থান,উত্তর প্রদেশ এই রাজ্য গুলি তে জলের খুবই সংকট থাকে।সেই যাইগাই দারিয়ে একজন মানুষের অপেক্ষা একটি কুকুর জলের প্রতি সচেতনতা একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছে । কুকুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। যে কুকুরটিকে দেখা যায়, জল খাওয়ার জন্য কল খুলতে এবং খাওয়ার পরেই দিব্যি মানুষের মতো কল বন্ধ করে দিতে।এই ভিডিও তো আপলোড করেছেন আইপিএস দীপাংশু কাবরা ।যেখানে জল বাঁচানোর জন্য কেও তৎপরতা নয় তবে এই কুকুর টি বুঝিয়ে দিল যে মানুষ আসল কি কারণ এ জলের সংককের মধ্যে পড়ে ।বর্তমানে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়েছে সেই সময় সময়ের পরিপ্রেক্ষিতে এই ধরনের নানান ভিডিও আপলোড হয়ে থাকে এবং সেগুলি ভাইরাল হয়। এই ভিডিও টি দেখে মানুষের জলের প্রতি সচেতনতা বৃদ্ধি পায় যাতে এই কামনা।