ইতিমধ্যে একটি দানব আকৃতির ১৬ ফুট লম্বা মাছ ধরা পড়তেই তারই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে।প্রায় দশ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন ।মাছ টির নাম “অর্ফিশ ”
এটি চিলির ঘটনা।
একজন মৎসজিবি যে মাছ ধরছিলেন ।কিছুক্ষণ আর মধ্যেই তার জালে ধরা পড়লো একটি বিরল প্রজাতির মাছ। যা দেখে রীতিমতো ভীত জেলেটি।এবং আসে পাশের মানুষজন দেখে অবাক হয়েছেন।সেই মাছ টি ১৬ ফুট লম্বা।এবং যাকে তুলতে ক্রেন ব্যাবহার করা হয়েছিল।মাছ টিকে তুলে রাখা হয়েছিল ।মাছ টি 5 মিটারের বেশি লম্বা।
তবে মাছের পরিচয় জানার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ স্থানীয় বিশেষ অনুযায়ী, এই মাছ সুনামি অথবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বয়ে আনে। সমুদ্রের তলায় থাকে যে প্লেট সেই প্লেট নড়াচড়া করার ফলে গভীর জলের মাছ অনেক সময় উপরের দিকে উঠে আসে।