সমকাজে সমবেতন,চাকুরীর নিরাপত্তা প্রদান, অবসর কালীন ভাতা প্রদান সহ একাধিক দাবীতে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া জেলার চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা। এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত বাঁকুড়া জেলার প্রায় জন স্বাস্থ্য কর্মী বাঁকুড়া জেলা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন করে স্মারক লিপি তুলে দেন জেলা শাসকের হাতে।
স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাম মাত্র বেতন করছেন, বর্তমানে কোভিড পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলে চাকুরী কোন নিরাপত্তা নেই, অথচ অনান্য বিভাগের চুক্তি ভিত্তিক কর্মীদের চাকুরীর নিরাপত্তার সরকারী নির্দেশিকা বেরিয়ে গেছে।
https://www.facebook.com/230205334351193/videos/1748543785303434
অভিযোগ, কয়েক দিন আগে বাংলা সহায়ক পদে ওয়েবেল থেকে নিয়োগ হলেও তাদের চাকুরী স্থায়ী করনের নিরাপত্তা বের হতে সময় লাগলো না, অথচ আমাদের বেলায় স্বাস্থ্য বিভাগের টাল বাহানা চলছে।
বিক্ষোভ কারীদের আরো অভিযোগ, আমরা আন্দোলন করলেই আমাদের বলা হচ্ছে, খুব দ্রুত হবে, এই কথা দীর্ঘ দিন ধরে তাঁরা শুনে আসছেন বলে অভিযোগ।