বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ।
2015 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু সেই সময় d.el.ed প্রশিক্ষণ না থাকার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন । রাজ্য সরকারের পক্ষ থেকে পরে বলা হয়েছিল প্রশিক্ষণ নিলে পরবর্তী সময়ে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে । পরবর্তী সময়ে তারা d.el.ed প্রশিক্ষণ নিলেও এখনো পর্যন্ত তাদের চাকরিতে নিয়োগ করা হয়নি ।
ডেপুটেশন জমা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 15. Oktober 2020
আর সে কারণেই আজ 2015 সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন দিলেন । জেলাশাসকের দপ্তরে চাকরি প্রার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে জমায়েত হন এবং চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন ।
টুম্পা কর নামে এক চাকরিপ্রার্থী বলেন , 2015 সালে আমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । পরবর্তীকালে আমরা d.el.ed প্রশিক্ষণ নিয়েছি পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আমরা চাকরির নিয়োগপত্র পায়নি । সংসদের অবস্থা খুবই খারাপ তাই নিয়োগপত্র দিয়ে সরকার আমাদের বেকারত্বের জ্বালা মেটাক ।