Home আজকের খবর তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ

তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ

ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার রোল গ্রাম পঞ্চায়েতের বকুল তলার ঘটনা।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ইন্দাস বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রুনু মেটের সমর্থণে বকুল তলা এলাকায় বেশ কিছু পোষ্টার ও ফেস্টুন লাগান তারা। আর রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দূস্কৃতিরা ঐ পতাকা ফেস্টুন খুলে পুকুরে ফেলে দেয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ।

স্থানীয় তৃণমূল নেতা শেখ নূর আলির দাবি, পতাকা-ফেস্টুন লাগানোর সময় বেশ কয়েক জন মদ্যপ বিজেপি কর্মী হুমকি দেয়। পরে তারাই রাতের অন্ধকারে ঐসব পতাকা ফেস্টুন পুড়িয়ে দিয়েছে। ঐ ঘটনায় যুক্ত দূস্কৃতিদের দ্রুত গ্রেফতারের দাবি তিনি জানিয়েছেন।

বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি মহিলা মোর্চা নেত্রী চায়না বেগম বলেন, আমাদির বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তাদের দলের কেউ যুক্ত নয় দাবি করে তিনি আরো বলেন, আমাদের পতাকাই তৃণমূল ছিঁড়েছে। বিজেপি ঐধরণের কর্মকাণ্ডে যুক্ত নয় বলেই তার দাবি।

এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দাস থানার পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments