দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ- এবার ১৭ তম বর্ষে পদার্পণ করলো বাঁকুড়ার বিষ্ণুপুরের দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। সামান্য বাজেটে ফি বছর নিত্য নতুন থিম উপহার দিয়ে আসছেন এই পুজো কমিটির সদস্যরা। এবার করোনা পরিস্থিতির মধ্যে মাত্র ২ লক্ষ টাকা বাজেটে তাদের থিম ‘সতেরোতে একশো।
এই থিম ভাবনা প্রসঙ্গে উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলা সিনেমার একশো বছর চলছে, পাশাপাশি বিশ্ব বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এবছর জন্মেরও একশো বছর।
একই সঙ্গে তাদের পুজো এবার ১৭ তম বর্ষে পদার্পণ করলো।সবমিলিয়ে সেকারণেই থিমের নাম ‘সতেরোতে একশো’।