Home খবর দীর্ঘ প্রতীক্ষার পর হাটিয়া খড়গপুর ট্রেন চালু (বাঁকুড়া)

দীর্ঘ প্রতীক্ষার পর হাটিয়া খড়গপুর ট্রেন চালু (বাঁকুড়া)

বাঁকুড়া : দীর্ঘ প্রতীক্ষার পর হাটিয়া খড়গপুর ট্রেন চালু হল খুশি সাধারণ মানুষ ।

দীর্ঘদিন পর পুনরায় হাটিয়া খড়গপুর ট্রেন চালু হল স্বাভাবিকভাবে খুশির হওয়া সাধারণ মানুষের মধ্যে । এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুর স্টেশনে রেলের ড্রাইভার দের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং নারকেল ফাটিয়ে ট্রেনের শুভ সূচনা করেন । পাশাপাশি ট্রেনে করে বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার সফর করেন তিনি ।

 

 

 

 

 

 

প্রসঙ্গত করোনা মহামারীর সময় থেকে বন্ধ ছিল এই ট্রেনটি । স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষদের । অনেকে এই ট্রেনে হকারি করে নিজেদের জীবন জীবিকা অতিবাহিত করত তাদের মধ্যে অনেকেই আবার পেশা বদল করেছেন । নিত্য যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল সব মিলিয়ে পুনরায় ট্রেন চালু হওয়াতে খুশির হওয়া সাধারণ মানুষের মধ্যে ।

 

 

 

 

 

এক রেল যাত্রী বলেন , দীর্ঘদিন পর হাটিয়া খড়গপুর রেল চালু হওয়াতে আমাদের ভীষণ উপকৃত হয়েছে । এর ফলে যাতায়াতের ক্ষেত্রে আমাদে আর সমস্যায় পড়তে হবে না ।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান , দীর্ঘদিন ধরে ট্রেনটি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল আমজনতাকে । ট্রেন টিকে পুনরায় চালানোর জন্য রেলকে আবেদন জানিয়েছিলাম এবং আমাদের ডাকে সাড়া দিয়ে রেলের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments