ভাতারে ট্রাক্টরের ফালে পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের।শোকের ছায়া এলাকার। মৃতের নাম বিদ্যুৎ মাঝি। বয়স ১৪ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের মান্দারবাটি গ্রামে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভাতারের মান্দারবাটি গ্রাম সংলগ্ন মাঠে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ভাতারের মান্দারবাটি গ্রাম সংলগ্ন একটি মাঠে জমিতে চাষ দিচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় আলে দাঁড়িয়ে চাষ দেওয়া দেখছিল ওই কিশোর।
ট্রাক্টারটি ঘুরতে গিয়ে ট্রাক্টরের নিচেই চলে আসে সে। চালক খেয়াল না করায় ট্রাক্টরের ফালে পৃষ্ট হয় বিদ্যুৎ। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দেহটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ভাতার থানার পুলিশ বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে।বুধবার মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে।
জানা যায়,বাবা মার একমাত্র পুত্র সন্তান বিদ্যুৎ। ভাতারের ওরগ্রাম হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। পড়াশোনায় ভালো ছাত্র ছিল সে। তার মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা এলাকা। পরিবারের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে আকুল বাবা-মা।
ভাতার থেকে শেখ মিলন এর রিপোর্ট