Home খবর দুর্নীতির অভিযোগ (দক্ষিন24পরগনা)

দুর্নীতির অভিযোগ (দক্ষিন24পরগনা)

দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দুর্নীতির তদন্তের জন্য সুপারিশ ভিইসির অর্থাৎ ভিলেজ এডুকেশন কমিটির ।

স্কুলের টিচার ইনচার্জে অমরেশ পন্ডার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের আবেদন ভিইসি অর্থাৎ ভিলেজ এডুকেশন কমিটির।অভিযোগ অভিভাবক অভিভাবী কাদের সঙ্গে টিচার ইনচার্জের দুর্ব্যবহার, নিম্নমানের মিড ডে মিলের খাদ্য সামগ্রী, খাবারের মধ্যে পোকা, এই সমস্ত খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ছে স্কুলের ছাত্রছাত্রীরা,

 

 

 

 

 

 

এমনই অভিযোগে এক সপ্তাহ ধরে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলের অভিভাবক অভিভাবিকারা। পাথরপ্রতিমা বিধানসভার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালযয়ে অভিভাবক অভিভাবিকা দের অভিযোগ, পোকা সয়াবিন ঠান্ডা জলে না ভিজিয়ে গরম জলে দেওয়ায় সোয়াবিনের ভিতর পোকা গুলো মরে যায়। যেগুলো খেয়ে ছাত্র-ছাত্রীরা বমি করে অসুস্থ হয়ে পড়ে, কোন হেলথ অন নেই প্রধান শিক্ষকের, এছাড়া স্কুলের বেশ কিছু সামগ্রী বিক্রি করা, স্কুলের ঘর তৈরি না করে টাকা তুলে নেয়া, টাকা পাওয়ার সত্ত্বেও দুবছরের পোশাক না দেওয়া সহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। গত এক সপ্তা ধরে বিভিন্ন দিনে

 

 

 

 

অভিভাবকদের উত্তাল পরিস্থিতি সামলাতে ছুটে এসে ছিলেন পাথরপ্রতিমা থানার পুলিশ ও বিডিও কে। অবশেষে ভিডিওর নির্দেশে অফিসাররা অভিভাবক অভিভাবিকা দের সঙ্গে কথা বলে গতকাল ভিলেজ এডুকেশন কমিটির মিটিং বসে ওই মিটিং এ সিদ্ধান্ত হয় প্রধান শিক্ষককেও তার দায়িত্ব থেকে সরিয়ে তার বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করা হবে। ভিডিও নির্দেশের কথা জানার পর গত প্রায় চার পাঁচ দিন প্রধান শিক্ষক সমস্ত কাগজপত্র ট্যাঙ্কে তালা মেরে স্কুলে আসছে না ফলে পঠন-পাঠনে একেবারে শিখে উঠে গেছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ তদন্তে যদি সত্য প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments