Home কি ভাবে পঙ্গু স্বামীকে নিয়ে অসহায় ভাবে দিন কাটছে শাকিলা বিবির

পঙ্গু স্বামীকে নিয়ে অসহায় ভাবে দিন কাটছে শাকিলা বিবির

প্রচন্ড শীতে ত্রিপল টাঙ্গিয়ে বসবাস করছেন দম্পতি, সাহায্যের আবেদন

দুর্ঘটনায় পড়ে স্বামী পা হারিয়েছেন । সন্তান সন্ততি নেই তাদের । দুটিপ্রাণীর জীবন ধারণের একমাত্র উপায় এখন ভিক্ষাবৃত্তি। এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাবৃত্তি করেই জীবন কাটাচ্ছেন তারা। নেই মাথার ছাদ। প্রচণ্ড ঠান্ডায় ত্রিপল টানিয়ে দিনযাপন করছেন এই দম্পতি।

https://fb.watch/2ggGyC8hfb/

 

 

 

 

এই করুণ অবস্থার শিকার হয়েছেন পুরুলিয়া জেলা রঘুনাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছাতামারা বেলাল মসজিদের পাশে সেকিলা বিবি ও
স্বামী-শেখ জামালউদ্দিন । দুর্ঘটনায় পড়ে স্বামী জামালউদ্দিনের একটি পা ভেঙ্গে যায়। আর তারপর থেকে তাদের পরিবারের অবস্থা বেহাল হয়ে পড়ে। এমতাবস্তায় স্ত্রী সেকিলা বিবি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাবৃত্তি করে এখন জীবন ধারণ করছেন।
থাকার আশ্রয় বলতে ভাইয়ের বাড়ির পাশে ত্রিপল টাঙ্গিয়ে কোনরকমে দিনযাপন। সেকিলা বিবি জানান, রঘুনাথপুর এর প্রাক্তন পৌরপিতা তথা রঘুনাথপুর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ভবেশ চ্যাটার্জি তাদের ত্রিপল এর ব্যবস্থা করে দিয়েছিলেন তবে রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রশাসক মদন বরাটের কাছে ত্রিপল চাইতে গেলে তিনি জানান যে এখন ত্রিপল নেই , তাই তাকে তিনি বর্ষাকালে ত্রিপল প্রদান করার কথা বলেন।

এরকম পরিস্থিতিতে সেকিলা বিবি প্রশাস

 

 

 

 

নের কাছে তাদের থাকবার একটি স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার করুন আবেদন জানাচ্ছেন।

রঘুনাথপুর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ভবেশ চ্যাটার্জি জানান, তিনি পরিবারটির শোচনীয় অবস্থার কথা জানেন । লকডাউন পরিস্থিতিতে তিনি অনেকবার তাদের বাড়ি গেছেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন। সেই সাথে তিনি জানান যে তিনি পরিবারটির পাশে আছেন এবং তাদের এই শোচনীয় অবস্থা দূর করার জন্য যথাসম্ভব সাহায্য করবেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments