Home খবর পশু হিসেবে সে ঘোড়া হলেও নাম তার গাধা

পশু হিসেবে সে ঘোড়া হলেও নাম তার গাধা

পশু হিসেবে সে ঘোড়া হলেও নাম তার গাধা

নেট জগতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একটি ঘোড়া কে দেখা যাচ্ছে তবে তার নামে রাখা হয়েছে গাধা।এবং তার গা এ লেখা ‘ কেও খাবার দেবেন না ‘।
তবে কারণ টা কি ?চলুন তাহলে জেনে নেওয়া যাক।আমেরিকার ডেডহ্যামে মালিকের এ হেন কাণ্ডে হতবাক অনেকে।
ফাঁকা ঘাসহীন মাঠে খুঁটিতে বাঁধা রয়েছে একটি সাদা ঘোড়া। তার গায়ে নীল কালিতে লেখা, ‘আমাকে খাওয়াবেন না’।যেই দেখে সেই চমকে যায় কারণ টা কি এই রকম করার।কারণ টা হলো তিনি চান তাঁর লোভী ঘোড়া যেন আর না খায়। তাতে আরও অসুস্থ হয়ে পড়বে সে।নেট মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে ঘোড়াটির নাম ‘ডাঙ্কি’ (গাধা)! ঘোড়াকে গাধা নাম দেওয়া মালকিনের নাম লেসলি বেইলিসফুলার।লেসলি তাঁর ঘোড়াকে মাঠে বেঁধে রেখেছেন। কিন্তু তার আশেপাশে কোথাও ঘাস নেই। দেওয়া হয়নি অন্য কোনও খাবার। তাঁর ঘোড়ার ল্যামিনাইটিস হয়েছে। সে দেশে প্রতি ১০টি ঘোড়ার একটির এই রোগ হয়। এতে ঘোড়ার ক্ষুরের স্থায়ী ক্ষতি হয়। পরে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। মাস খানেক ধরে পেটের সমস্যায় ভুগছে ঘোড়াটি। এর ফলে সে আরও ক্ষুধার্ত হয়ে উঠেছে। সব সময় নাকি খাই-খাই করছে। কিন্তু সেটা তার স্বাস্থ্যহানি করবে বলে দাবি ঘোড়ার মালিকের।ফাঁকা মাঠে ঘোড়াটিকে দেখে হয়তো কোনও পথচারী খাবার দিয়ে যাবে। কিন্তু সেটা তো তার স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে। তাই কালি দিয়ে ঘোড়ার গায়ে লিখে দিয়েছেন, ‘আমাকে খাওয়াবেন না।’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments