Home আজকের খবর পুকুরে বিষ ! ছয় লক্ষাধিক টাকার মাছ নষ্ট

পুকুরে বিষ ! ছয় লক্ষাধিক টাকার মাছ নষ্ট

পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতে এলাকায় থাকা পেট্রোল পাম্পের পাশে৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পুকুরে মাছ চাষ করা মৎস্যজীবীরা৷ পঞ্চায়েতের কাছে তাঁরা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন৷ এই অবস্থায় মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান৷ খবর পেয়ে পুকুরপাড়ে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে৷

বেশ বড় পুকুরটি রতুয়া গ্রাম পঞ্চায়েতের৷ টেন্ডারের মাধ্যমে সেই পুকুরের দায়িত্ব নিয়েছিলেন এলাকার কিছু মৎস্যজীবী৷ পুকুরে তাঁরা ছ’লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলেন৷ সেই পোনা কিছুটা বড়ও হয়েছে৷ আজ পুকুরে সমস্ত মাছ ভেসে উঠতে দেখেন এলাকার মানুষজন৷

পুকুরের জোগানদার মহম্মদ কাবাতুল্লা বলেন, এই পুকুরে প্রায় ছ’লাখ টাকার পোনা ছাড়া হয়েছিল৷ গতকাল বিকেলেই পুকুরের জলে বিষের গন্ধ পাই৷ কেউ বা কারা পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে৷ জলে বিষের গন্ধ পেয়ে আমি সবাইকে বিষয়টি জানাই৷ জলে ভালো তেল ঢেলে মাছ বাঁচানোর চেষ্টা করা হয়৷ কিন্তু সেই চেষ্টা সফল হয়নি৷ আজ পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে৷ পঞ্চায়েতের কাছে আমাদের আবেদন, এই পরিস্থিতিতে আমাদের কিছুটা সহায়তা করা হোক৷

https://www.facebook.com/230205334351193/videos/1598752710331440

পুকুরের এক লিজ গ্রহীতা রেজাউল হক বলেন, গতকাল জোগানদার আমাকে ফোন করে জানায়, মাছ মরছে৷ খবর পেয়ে তখনই পুকুরে ছুটে আসি৷ আমরা অনেকদিন ধরে মাছ চাষ করছি৷ পুকুরের জলের গন্ধেই বুঝতে পারি, জলে বিষ মেশানো হয়েছে৷ তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা গ্রহণ করি৷

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানি না৷ গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছি৷ পুলিশও পুকুরে এসে তদন্ত করে গিয়েছে৷ এই পরিস্থিতিতে আমরা পঞ্চায়েতের কাছে কিছু ক্ষতিপূরণের আর্জি জানাচ্ছি৷

কিন্তু সামাল দেওয়া যায়নি৷ আজ পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে৷ আশেপাশের গ্রামের লোকজন জল থেকে সেই মাছ তুলছে৷ প্রায় ছ’লাখ টাকার লোকসান হয়ে গেল৷

Most Popular

মালদহের গৃহশিক্ষক এ বার বিডিও হওয়ার পথে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

সোনার দুর্গা মিললো একটি গ্রামে,তবে গ্রামবাসী দিতে নারাজ প্রশাসন কে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

অর্পিতার বললেন,অসুস্থ আমি! কী কী অসুখ হলো তার?

  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি সেই অর্পিতাকে হাজির করানো হয়। নিজের শারীরিক অসুস্থতার কথা...

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

Recent Comments