বিধায়কের সিল ব্যবহার করে স্কুলের ম্যানেজিং কমিটির নাম সুপারিশ কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এলাকার প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা। সুপারিশে দেওয়া নামের তালিকা নিজের পছন্দের লোকদের নিয়ে বানিয়েছেন ক্ষোভ কোতুলপুর বিধানসভার তৃনমূল ব্লক নেতৃত্ব। এই ঘটনায় প্রকাশ্যে এলো তৃনমূলের গোষ্ঠীদন্দ্ব।
বিধায়কের সিল ব্যাবহার করে স্কুলের ম্যানেজিং কমিটির নাম সুপারিশ কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোতুলপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা। প্রাক্তন বিধায়কের এই কান্ড নিয়ে সরব হয়েছে দলের নেতারা। দলীয় সুত্রে খবর, কোতুলপুর বিধানসভার স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটির নামের তালিকা শিক্ষা দফতরের কাছে সুপারিশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোতুলপুর বিধানসভার প্রাক্তন তৃনমূল বিধায়ক শ্যামল সাঁতরা। এই সুপারিশ কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দলের একটা অংশের অভিযোগ বর্তমানে বিধায়ক না হয়েও বিধায়কের সিল ব্যবহার করে দলের দুই ব্লক সভাপতি কে ও দলের নেতাদের না জানিয়ে নিজের মতন করে ম্যানেজিং কমিটির সভাপতিদের নামের তালিকা তৈরি করে সেই তালিকা তিনি জমা করেছেন শিক্ষা দফতরে। বুধবার সেই তালিকা অনুযায়ী শিক্ষা দফতর স্কুলে স্কুলে সভাপতিদের নাম পাঠিয়ে দিয়ে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা জানা জানি হতেই ক্ষোভে ফুঁসছেন কোতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ও কোতুলপুর ব্লক তৃনমূল নেতৃত্ব। acn life news