Home আজকের খবর প্রবল বর্ষণে ভেসে গেলো বাঁশের সেতু,বিপাকে নদীর দুই পারের মানুষ ( মালদা...

প্রবল বর্ষণে ভেসে গেলো বাঁশের সেতু,বিপাকে নদীর দুই পারের মানুষ ( মালদা )

প্রবল বর্ষণের ফলে নদীর জলের স্রোতে ভেসে গেলো বাঁশের সেতু। দুই পারের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই বাঁশের সেতু । প্রবল বিপাকে মানুষজন।

 

এরকম অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকো করে পারাপার করতে হচ্ছে তাদের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলহার নদীর উপর মীরপাড়া গ্রাম থেকে বিহার যাওয়ার একমাত্র পথ ছিল এই বাঁশের সেতুটি। প্রসঙ্গত, কয়েকদিনের প্রবল বর্ষণে বিপদসীমার উপর দিয়ে বইছে ফুলহারের জল।

 

 

 

 

উল্লেখ,গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে উত্তরের নদীগুলোতে। ভারী বৃষ্টির ফলে ফুলহার নদীর জল বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলহার নদীর উপর মিরপাড়া থেকে বিহার যাওয়ার ক্যানেলের বাসের সেতুটি গত কয়েক দিনের প্রবল বর্ষণে ভেঙে যায়। ফুলহার নদীর উপরে থাকা কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি। গ্রামবাসীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতো। কিন্তু গত চারদিন ধরে চলা প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর জল বেড়ে যাওয়ায় এই সাঁকোটি ভেঙে পড়ে।এখন দুই পাড়ের মানুষ ঝুঁকির সহিত নৌকায় চেপে পারাপার হচ্ছে।

 

 

 

 

কেউ সাইকেলে ফসল নিয়ে এপারে আসছেন আবার কেউ শিশু সন্তান কোলে নিয়ে পারাপার হচ্ছেন। ঝুঁকি নিয়ে চলছে পারাপার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শুনে আসছি নদীর উপর সেতু হবে, কিন্তু সেই সেতু হলো না। নদী পারাপারের একমাত্র ভরসা ছিল এই বাঁশের সাঁকোটি।

 

 

 

 

 

 

কিন্তু গত চার দিনের প্রবল বৃষ্টিতে নদীতে জল বাড়াই জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকোটি। এখন আমাদের দুই পারের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন। ভরা নদী তে নৌকায় হচ্ছে এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। তাই আমাদের জীবনের ঝুঁকির সহিত নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

ভরা নদীতে নৌকো করে পারাপার যথেষ্ট ঝুঁকির বিষয় ।সেক্ষত্রে প্রশাসন এই মুহূর্তে কি ব্যবস্থা নেই সেই দিকেই তাকিয়ে সকলে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments