প্লেনে বিমানের আসন গুলি নীল হওয়ার কারণ কি
কেন বিমানের আসন গুলি নীল হয়ে থাকে? এর কারণ কি চলুন জেনে নেওয়া যাক।
কমবেশি প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে প্লেনে করে যাত্রা করা। তবে একটা সময় প্লেনের টিকিটের দাম এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষের পক্ষে প্রেমের টিকিট কেটে কোথাও ঘুরতে যাওয়া অসম্ভব ব্যাপার ছিল।। তবে এখনকার দিনে ট্রেনের টিকিটের দাম এতটাই কমে গেছে যা মধ্যবিত্তদের হাতের নাগালে। যার ফলে মধ্যবিত্তরাও প্লেনের সফরের সুখ ভোগ করতে পারে। যদি কোনদিন প্রেমে বসে থাকেন বা বসার সুযোগ হয়ে থাকে তবে দেখবেন প্লেনের সিট গুলি নীল রঙের হয়ে থাকে।
অনেক মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ‘ব্রিটিশ যুগ থেকে এই নীল রঙের সিটের ব্যবহার চলে আসছে। কারণ হলো এটি খুব উজ্জ্বল রং এবং অতি সহজেই চোখে পড়ে।তাই প্লেনে নীল সিট ব্যবহার করার একটি অন্যতম কারণ। এছাড়াও যারা অ্যারোফোবিয়ার ভুগছেন তাদের জন্য এই রং খুব সুবিধা জনক। এডোফোবিয়া আক্রান্ত মানুষদের এই রং শান্ত রাখতে সাহায্য করে। তবে আসল কারণ হলো নীল রং ব্যবহারের যার ফলে সিটের ধুলোবালি নোংরা পড়লে যাতে সেটি দেখানো যায়