আজ সকালে বীরভূম জেলার সদাইপুর থানার বক্রেশ্বর সেতুর নিচে বালির চরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহটি একটি মহিলার। মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় একটি ইটভাটার শ্রমিকরা। তারপর তাঁরা সদাইপুর থানার পুলিশকে খবর দেয়।
সদাইপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়না তদন্তের জন্য সিউড়ি মর্গে পাঠায় । অনুমান করা হচ্ছে, মৃতদেহটি 10 থেকে 15 দিন আগেকার । মৃতদেহে পচন ধরে গেছে ।
কিভাবে মৃতদেহটি এল সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে । তবে মৃতদেহটি কার এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি ।