বদলির খবর শুনতেই ছাত্রীরা ঘটালো কান্ড।
বদলি হলেন শিক্ষক, তার পরই ছাত্ররা ঘটাল এই কাণ্ড! ভিডিও দেখে চোখে জল নেটদুনিয়ার।প্রত্যন্ত একটি গ্রামে যেখানে স্কুলে ছাত্র-ছাত্রী দের সংখ্যা খুবই কম থাকে
সেখানে শিক্ষক এর বদলির খবর শুনে কান্নায় আত্তহারা শিক্ষার্থীরা। ঘটনাটি উত্তর প্রদেশের প্রত্যন্ত একটি অঞ্চলের।
ওই শিক্ষক আর বদলির খবরে খুবই দুঃখ প্রকাশ করছেন স্টুডেন্ট রা তারই ভিডিও ভাইরাল হয়েছে নেট জগতে।কিছুক্ষণের ওই ভিডিও তে দেখা যাচ্ছে যে শিক্ষক কে জড়িয়ে ধরে কান্নায় ভেসে যাচ্ছে স্টুডেন্ট রা।শিক্ষক আর নামে শিবেন্দ্র সিংকে।পাহাড়ি অঞ্চলের চান্দৌলির রায়গড় প্রাথমিক বিদ্যালয়ে চার বছর শিক্ষকতা করার পর সম্প্রতি বদলি করা হয়েছে। গত মঙ্গলবার তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাঁধভাঙা কান্নার সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই শিক্ষককে।
বিদ্যালয়ের অসংখ্য ছাত্র ছাত্রী তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিছু ছাত্র যেন তাঁকে শক্ত করে বেঁধে রাখতে চায়। শিক্ষক শিবেন্দ্র কখনও হাসছেন, আবার কখনও তার শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়া চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও কান্নায় ভেঙে পড়েছেন।বিদায়কালে তিনি কয়েকজন ছাত্রকে আশ্বস্ত করে জানান, ‘আমি শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসব