Home ক্যান্সার বর্ধমানে চালু হলো না ক্যান্সার হাসপাতাল

বর্ধমানে চালু হলো না ক্যান্সার হাসপাতাল

২০২০ সালের মধ্যে ক্যান্সার হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও ২০২১ সালেও বর্ধমান মেডিকেল কলেজ পারলোনা দক্ষিণবঙ্গের বৃহৎতম এই ক্যান্সার হাসপাতাল চালু করতে। দীর্ঘ কয়েক বছর ধরে বর্ধমানে ক্যান্সার হাসপাতাল তৈরীর উদ্যোগ নেয় বর্ধমান মেডিকেল কলেজ। প্রায় ২০১৭ সাল নাগাদ টেন্ডার হয় বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে ক্যান্সার হাসপাতাল তৈরীর।২০১৮ সালে বর্ধমান মেডিকেল কলেজ বাবুর বাগ নার্স কোয়াটার এলাকায় ক্যান্সার হাসপাতাল তৈরীর কথা থাকলেও কাজ শুরু হয় প্রায় এক বছর পর।

 

 

 

 

অর্থাৎ ২০১৯ সাল নাগাদ।২০১৯ শে শুরু করেও ২০২১ সালের মধ্যে ক্যান্সার হাসপাতালের চালু করতে পারতো বর্ধমান মেডিকেল কলেজ।কিছু সমস্যা থাকার কারনে হাসপাতালের কাজ শুরু করতে প্রায় এক বছর অতিক্রম এবং করোনা পরিস্থিতির কারনে লেবার সমস্যার ফলে ঢিলে তালে চলছে ক্যান্সার হাসপাতাল তৈরীর কাজ।

 

 

 

 

 

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে জি প্লাস এইট অত্যাধুনিক একটি ভবন তৈরীর কাজ চলছে বর্ধমান মেডিকেল কলেজ চত্বর বাবুর বাগ নার্স কোয়াটারের এলাকায়। অত্যাধুনিক এই ক্যান্সার হাসপাতালের একই ছাদের তলায় থাকছে ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা মিলবে একেবারে বিনামূল্যে। থাকবে ভিভি আর মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এমআরআই ও এক্সরে, রেডিও থেরাপি, কেমোথেরাপি সহ অন্যান্য আধুনিক পরিষেবার সুযোগ। দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের কয়েক কোটি মানুষ একেবারে নিখরচায় পরিষেবা পাবে এই ক্যান্সার হাসপাতালে।

 

 

এমটাই জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ সুহৃরা পল।
তবে এর মধ্যে করো পরিস্থিতি ভয়াবহ না হলে ২০২২ শের শেষের দিক করে এই ক্যান্সার হাসপাতাল চালু হবে বলে জানান প্রিন্সিপাল। তবে ইঞ্জিনিয়ার চঞ্চল কুমার দত্তর কথা অনুযায়ী ২০২২ শালেও এই হাসপাতালের উদ্বোধন করাযাবে কিনা সেবিষয়ে সন্দেহ। তবে এখন দেখার পালা কবে চালু হয় বর্ধমানের এই ক্যান্সার হাসপাতাল।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments