২০২০ সালের মধ্যে ক্যান্সার হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও ২০২১ সালেও বর্ধমান মেডিকেল কলেজ পারলোনা দক্ষিণবঙ্গের বৃহৎতম এই ক্যান্সার হাসপাতাল চালু করতে। দীর্ঘ কয়েক বছর ধরে বর্ধমানে ক্যান্সার হাসপাতাল তৈরীর উদ্যোগ নেয় বর্ধমান মেডিকেল কলেজ। প্রায় ২০১৭ সাল নাগাদ টেন্ডার হয় বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে ক্যান্সার হাসপাতাল তৈরীর।২০১৮ সালে বর্ধমান মেডিকেল কলেজ বাবুর বাগ নার্স কোয়াটার এলাকায় ক্যান্সার হাসপাতাল তৈরীর কথা থাকলেও কাজ শুরু হয় প্রায় এক বছর পর।
অর্থাৎ ২০১৯ সাল নাগাদ।২০১৯ শে শুরু করেও ২০২১ সালের মধ্যে ক্যান্সার হাসপাতালের চালু করতে পারতো বর্ধমান মেডিকেল কলেজ।কিছু সমস্যা থাকার কারনে হাসপাতালের কাজ শুরু করতে প্রায় এক বছর অতিক্রম এবং করোনা পরিস্থিতির কারনে লেবার সমস্যার ফলে ঢিলে তালে চলছে ক্যান্সার হাসপাতাল তৈরীর কাজ।
প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে জি প্লাস এইট অত্যাধুনিক একটি ভবন তৈরীর কাজ চলছে বর্ধমান মেডিকেল কলেজ চত্বর বাবুর বাগ নার্স কোয়াটারের এলাকায়। অত্যাধুনিক এই ক্যান্সার হাসপাতালের একই ছাদের তলায় থাকছে ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা মিলবে একেবারে বিনামূল্যে। থাকবে ভিভি আর মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এমআরআই ও এক্সরে, রেডিও থেরাপি, কেমোথেরাপি সহ অন্যান্য আধুনিক পরিষেবার সুযোগ। দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের কয়েক কোটি মানুষ একেবারে নিখরচায় পরিষেবা পাবে এই ক্যান্সার হাসপাতালে।
এমটাই জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ সুহৃরা পল।
তবে এর মধ্যে করো পরিস্থিতি ভয়াবহ না হলে ২০২২ শের শেষের দিক করে এই ক্যান্সার হাসপাতাল চালু হবে বলে জানান প্রিন্সিপাল। তবে ইঞ্জিনিয়ার চঞ্চল কুমার দত্তর কথা অনুযায়ী ২০২২ শালেও এই হাসপাতালের উদ্বোধন করাযাবে কিনা সেবিষয়ে সন্দেহ। তবে এখন দেখার পালা কবে চালু হয় বর্ধমানের এই ক্যান্সার হাসপাতাল।