বাঁশবেড়িয়া তৃণমূল নেতা ও বিশিষ্ট সমাজসেবী সত্য রঞ্জন শীল কে রাজ্য তৃণমূল কংগ্রেস এর নির্দেশে হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব ঘোষণা করেন বহিষ্কার করা হল সত্য রঞ্জন শীল কে।
হুগলি জেলার বাঁশবেড়িয়ার ভূমিপুত্র সত্য রঞ্জন শীল ওরফে সোনা শীল মানুষের সুখ-দুঃখের সাথি। শুধু বাঁশবেড়িয়ার মানুষই নয় তার কাছে ছুটে আসেন বহু দূর দিগন্ত থেকে মানুষজনেরা একটু সাহায্যের জন্য। সেই মানুষদের কিন্তু কোন সময়ের জন্য ফিরিয়ে দেন না সত্যরঞ্জন শীল। মানুষের আশীর্বাদেই তিনি বাঁশবেড়িয়ার মানবিক মুখ সত্য রঞ্জন শীল।
মানুষ যখন ডাকে তখনই পায় এই বিশিষ্ট সমাজসেবী সোনা শীলকে। তাই তিনি মানুষের মনের মধ্যে গেঁথে গেছেন। গত দুদিন আগে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ঘোষণা করেন যে দল বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কাজের জন্য সত্য রঞ্জন শীল কে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হল। এই খবর বাঁশবেরিয়া তে পৌঁছাতেই মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক মহিলা স্থানীয় বাসিন্দা এই বহিষ্কারের কথা শুনে তারা মনের কষ্ট আমাদের চ্যানেলকে জানালেন।
https://www.facebook.com/watch/?v=1304194839932444
তার কি দোষ কি করেছে প্রমাণ দিক। এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন করবো নবান্নে যাব মমতা ব্যানার্জি কে জানাব। এখন সময়ের অপেক্ষা কবে এই সমস্যার সমাধান হবে। কবে বাঁশবেড়িয়ার ভূমিপুত্র সত্য রঞ্জন শীল কে ফিরিয়ে নেবে সেই আশায় বুক বাঁধছে বাঁশবেড়িয়ার স্থানীয় বাসিন্দারা