বাইক মারুতি মুখোমুখি সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভাত শালা কলোনিপাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় রিপন শেখ নামে এক ব্যক্তি বাইক নিয়ে ডোমকলের দিকে ওষুধের দোকানে কাজ করতেন আসছিল । অপরদিকে গোবিন্দপুর
ডোমকল থেকে একটি মারুতি যাচ্ছিল ।
হঠাৎ করে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ।
ঘটনায় আহত হন রিপন শেখ । তাকে ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসা করে তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতি শিল ।
মুর্শিদাবাদ থেকে আলী হোসেনের রিপোর্ট , ACN life news