রেল দপ্তরের পক্ষ থেকে বিশেষ চেকিং পর্ব চালানো হলো আজ । রেলের বিভিন্ন আধিকারিক এই দিন কুকুর সহযোগে চেকিং পর্ব চালান । নিরাপত্তার কারনে তাদের এইরূপ উদ্যোগ । ট্রেনিং প্রাপ্ত কুকুর এই দিন স্টেশন চত্তর ঘুরে ঘুরে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য সামগ্রী সুখে দেখে ।
বাইট :- রেল কর্মচারী ।
রেল দপ্তরের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অসংখ্য রেল যাত্রী । এই রূপ উদ্যোগের ফলে নাশকতা কমানো সম্ভব বলে মনে করছেন রেল যাত্রীরা ।
বাইট :- রেল যাত্রী ।
বর্ধমান থেকে টিংকু সাউ এর রিপোর্ট , ACN life news