Home আজকের খবর বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিড ?

বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিড ?

সিড-কিয়ারার প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই চলছিল বলিউডে৷ কিন্তু কেউই কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি৷ অবশেষে বাজল সানাই৷ আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি জয়সলমেরে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর৷ সূর্যগড় প্রাসাদে এখন এলাহি আয়োজন৷ সেখানেই গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি। তবে বিয়ের আগেই কিয়ারার সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন বহু বর সিদ্ধার্থ।

 

 

মজনু’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল কিয়ারার কোন স্বভাব তাঁর একেবারেই নাপসন্দ৷ জবাবে ‘শেরশাহ’ বলেন, ‘‘কিয়ারাকে বেশির ভাগ ছবিতেই কান্নার দৃশ্যে অভিনয় করতে হয়। যে ছবির চরিত্রগুলিতে কিয়ারাকে কাঁদতে হয়, সেগুলি আমার ভালো লাগে না। আমি ওঁর চোখে জল দেখতে পারি না।’’ সিদ্ধার্থের এই জবাবেই স্পষ্ট, তিনি কতটা ভালোবাসেন কিয়ারাকে৷ তাঁকে কোনও রকম কষ্টে দেখতে পারেন না অভিনেতা।চূড়ান্ত পর্যায়ে চলছে বিয়ের প্রস্তুতি৷

 

 

 

সিড-কিয়ারার প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই চলছিল বলিউডে৷ কিন্তু কেউই কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি৷ অবশেষে বাজল সানাই৷ আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি জয়সলমেরে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর৷আমন্ত্রিতের তালিকাও সংক্ষিপ্ত৷ সেখানে রয়েছে মাত্র ১০০-১২৫ জনের নাম। ইতিমধ্যেই পোশাকশিল্পী মণীশ মলহোত্রকে সঙ্গে নিয়ে রাজস্থানের দূর্গে পৌঁছে গিয়েছেন হবু কনে। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে এখন সাজ সাজ রব। একে একে আসতে শুরু করেছেন বর-কনের পরিবারের লোকেরা৷ পাশাপাশি সেজে উঠেছে সিদ্ধার্থর দিল্লির বাড়িও৷

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments