বড়সর দূরঘর্টনার হাত থেকে রক্ষা পেলো পথ চলতি অনেক মানুষ বর্ধমানে শাক্ষি রইলো।
বর্ধমানে সোমবার সাত সকালে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকটর এক বাইক আরোহী কে ধাক্কা মেরে ঢুকে গেল দোকানে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা শহর বর্ধমানের শাঁখারি পুকুর এলাকার।জানা গেছে ট্রাক্টরটিতে বালি বোঝাই ছিল। বিরহাটার দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম কার্তিক বাগ বলে জানা গেছে। সে বন্ধন ব্যাংকের শ্যামসুন্দর শাখার কর্মী। বাইক নিয়ে অফিসের কাজেই যাচ্ছিল শ্যামসুন্দর। ট্রাক্টরটি প্রথমে তাকে ধাক্কা মারে । তারপর রাস্তার পাশে মুরগির দিকানে ঢুকে যায়।
আহত অবস্থায় কার্তিক বাগকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় বাসিন্দারা এবং তার এক সহকর্মী চিকিৎসার জন্য পাঠায় বর্ধমান হাসপাতালে। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ট্রাক্টরের ড্রাইভার ও খালাসী ঘটনার পরই পলাতক । মাংসের দোকানের মালিক জানিয়েছে, দোকানে অল্প বিস্তার ক্ষতি হয়েছে তবে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো, ব্যস্ততম রাস্তা কিন্তু খুব সকল হওয়ায় যান চলাচল কম ছিল তাই বড় কিছু ঘটনা এড়ানো গেছে।
এর আগেও একই রকম দুর্ঘটনা এই এলাকাতেই ঘটেছে। স্বাভাবিক ভাবেই মানুষের দাবি এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করুক প্রশাসন।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই পথে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে রাস্তায় পড়া বালি ও ট্রাক্টর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।