বীরভূম জেলার সিউড়ী থানার বেহিরা নিম্ববাসিনী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।এবিষয়ে মন্দিরের প্রধান পুরোহিত রুদ্রনাথ চ্যাটার্জী জানান প্রতিদিনের মতই গতকাল রাতে মন্দিরে তালা দিয়ে যান।
সকালে এসে দেখেন মন্দিরের জানালা ভেঙে প্রাত ছয়ভরি স্বর্ণ অলঙ্কার চুরি করে চম্পট দেয় দুস্কৃতীরা।খবর দেওয়ার সাথে সাথেই তদন্তে আসেন সিউড়ী থানার পুলিশ।
মন্দিরের সিসিটিভি ফুটেজ থেকে দুস্কৃতীদের খোজে তল্লাসি শুরু করেছেন সিউড়ী থানার পুলিশ।