Home Malda মালদায় মানবিকতার নজির গড়ল পুলিশ

মালদায় মানবিকতার নজির গড়ল পুলিশ

মালদা, ১২ জুলাই : এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ । গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানার জয়পুর গ্রামের বাসিন্দা হলধর মাহাতো নামে এক যুবক ঘোরাঘুরি করছিলেন পুখুরিয়া থানা এলাকায় । এক কর্মরত পুলিশের নজরে আসে বিষয়টি । সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তিনি । কথাবার্তায় অসঙ্গতি মেলাতে তখন থানায় নিয়ে যায় ওই যুবককে।

 

 

পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ওই যুবককের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন । কোনরকমে তার কাছ থেকে পরিচয় পেয়ে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে হলধর মাহাতোর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। আজ দুপুরে হলধর মাহাতোর বাবা শংকর মাহাতো ও পরিবারের লোকজন থানায় আসলে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত নথিপত্র দেখে পরিবারের হাতে তুলে দেন পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ।

 

 

 

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “যুবক মানসিক ভারসাম্যহীন । এলাকায় ঘোরাঘুরি করছিল। আমাদের সন্দেহ হলে ওকে থানায় নিয়ে আসা হয়। আজ তাকে পরিবারের হাতে আমরা তুলে দিলাম ।”

এই ঘটনায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments