মালদা, ১২ জুলাই : এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ । গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানার জয়পুর গ্রামের বাসিন্দা হলধর মাহাতো নামে এক যুবক ঘোরাঘুরি করছিলেন পুখুরিয়া থানা এলাকায় । এক কর্মরত পুলিশের নজরে আসে বিষয়টি । সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তিনি । কথাবার্তায় অসঙ্গতি মেলাতে তখন থানায় নিয়ে যায় ওই যুবককে।
পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ওই যুবককের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন । কোনরকমে তার কাছ থেকে পরিচয় পেয়ে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে হলধর মাহাতোর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। আজ দুপুরে হলধর মাহাতোর বাবা শংকর মাহাতো ও পরিবারের লোকজন থানায় আসলে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত নথিপত্র দেখে পরিবারের হাতে তুলে দেন পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ।
ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “যুবক মানসিক ভারসাম্যহীন । এলাকায় ঘোরাঘুরি করছিল। আমাদের সন্দেহ হলে ওকে থানায় নিয়ে আসা হয়। আজ তাকে পরিবারের হাতে আমরা তুলে দিলাম ।”
এই ঘটনায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।