এ পজেটিভ রক্তের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন রাহুল নায়েক ও তার আত্মীয়-স্বজন। কারণ রাহুলের বাবা গৌতম লায়েক কে ভর্তি করা হয়েছিল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
আর এখানে প্রয়োজন হয়ে পরে এ পজেটিভ রক্তের । অনেক খোঁজাখুঁজির পরও রক্তের সন্ধান না পেয়ে তারা যোগাযোগ করেন রঘুনাথপুর শহরের হোয়াটসঅ্যাপ গ্রুপ “বন্ধু পরিবার” এর সাথে।
https://www.facebook.com/230205334351193/videos/402845211087116
রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে, বন্ধু পরিবার গ্রুপের অ্যাডমিন হানিফ সেখ তৎক্ষণাৎ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজে রক্তদানের আবেদন জানিয়ে একটি পোষ্ট করেন। আর তাতে সাড়া দেন রঘুনাথপুর শহরের একজন যুবতী।
আর তার রক্তে প্রাণ রক্ষা পেল গৌতম লায়েকের । এভাবে এক অপরিচিত ব্যক্তির কাছ থেকে রক্তের জোগান পেয়ে পারমাণবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন রাহুল ও তার পরিবারের আত্মীয়-স্বজনরা। শ্রী সাথে তারা ধন্যবাদ জানিয়েছেন বন্ধু পরিবার গ্রুপের অ্যাডমিনকেও ।