হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামের বাসিন্দারা ঈদের নামজ পড়ার পরেই তাড়া জানতে পারে গ্রামেরই বাহাত্তর বছরের হরেন্দ্রনাথ সাধুখাঁ বৃহস্পতিবার গভীর রাতে মারা গেছেন।
গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন।করোনা পরীক্ষা করার আগেই তার মৃত্যু হয়।করোনা নিয়ে আতঙ্কের জেরে কেউ তার বাড়িতে যায়নি।আজ সকাল পর্যন্ত বাড়িতেই পড়ে থাকে মৃতদেহ।বৃদ্ধের ছেলে চন্দন সাধুখাঁ অসহায় হয়ে পড়েন।
সেই খবর পৌঁছায় আশিক গোলাম সানিদের কাছে।ঈদের নামাজ শেষ হতেই তাড়া হাজির হন হরেন সাধুখাঁর বাড়িতে।নিজেরাই খাট বেঁধে মৃতদেহ ফুল দিয়ে সাজিয়ে কাঁধে করে নিয়ে যান স্থানীয় শিরপুল শ্মশানে।চন্দনের সঙ্গে দাহ কাজে হাত লাগান তাড়া।