জিৎ-স্বস্তিকার ‘পার্টনার’ ছবিতে কাজ করেছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘মামা-ভাগ্নে’ ছবিতেও দেখা গিয়েছিল অর্পিতার মুখ। জনপ্রিয়তা সেরকম না থাকা সত্ত্বেও কীভাবে এই বিপুল পরিমাণ টাকা ও ৫০ লক্ষের সোনা থাকতে পারে অর্পিতার বাড়িতে? সেই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য-রাজনীতি।
মেয়ের কীর্তি নিয়ে এবার মুখ খুললেন অর্পিতার মা।মডেলিং থেকে অভিনয়, তারপর উত্তর ও দক্ষিণ কলকাতায় ব্যবসা! আর তাতেই ২১ কোটি টাকার পাহাড় অর্পিতা মুখোপাধ্যায়ের (Model Actress Arpita Mukherjee) বাড়িতে?বেলঘড়িয়ার দেওয়ান পাড়ার আব্দুল লতিফ স্ট্রিটে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee Mother) আসল বাড়ি। সেখানে তাঁর মা-ই থাকেন। মেয়ে নিজে বৈভব-আতিশায্যের মাঝে বিলাসবহুল ফ্ল্যাটে থাকলেও, মা থাকতেন বেলঘড়িয়ার ভাঙাচোরা বাড়িতেই।
কোথাও দেওয়ালের পলেস্তারা খসে গিয়েছে। আবার কোথাও বা রং চটে গাছপালা গজিয়েছে বাড়ির দেওয়াল থেকে।মেয়ে অর্পিতা-কীর্তি নিয়ে কী বললেন তাঁর মা? পরনে সাদামাটা নাইটি। ঠায় পায় বিছানার পাশে জানালার ধারে বসে। বললেন, “৩-৪ দিন আগেও এসেছিল মেয়ে। আসা -যাওয়া করে। যোগাযোগ রাখে। খোঁজখবর নেয়। এই যা..! মডেলিং করত কিন্তু একাধিক ফ্ল্যাট, ২১ কোটি টাকা কীভাবে এল অর্পিতার কাছে? প্রশ্ন ছুঁড়তেই মডেল-অভিনেত্রীর মায়ের সাফ কথা, “আমি কী করে বলব? মেয়ে কী করে জানা নেই