২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও জামালপুর জয় হিন্দ বাহিনীর সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদখাঁন , জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভূতনাথমালিক , জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টুমল্লিক , জামালপুর ব্লক জয় হিন্দ বাহিনী সভাপতি সাহাবুদ্দিনমন্ডল সহ অন্যান্য রা। এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন । সংগৃহীত রক্ত রশ্মির ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়া হয় ।
জামালপুর থেকে টিংকু সাউ এর রিপোর্ট , ACN life news