মালদা, ১৩ জুলাই : রথ দেখতে গিয়ে ঘটল বিপত্তি । প্রাণ হারালো এক ৭ বছরের নাবালক । মৃতের নাম সঞ্জয় সাহা । ঘটনাটি মালদা থানার মোড় গ্রামের।
গতকাল সন্ধ্যায় রথ উৎসব উপলক্ষে রথ টানা হয় মোড় গ্রামে । রথ টানার শেষে সঞ্জয় রথের ওপরে ওঠে । সেই সময় কিছু মানুষ ঠাকুর প্রণাম করতে গেলে হঠাৎই রথের চাকা গড়াতে শুরু করে । আচমকাই রথের ওপর থেকে পড়ে যায় সঞ্জয় । ঘটনাস্থল থেকে সঞ্জয়কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
মৃত সঞ্জয় মালদা থানার রসিলাদহ থানার বাসিন্দা । ঘটনায় তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ । তবে প্রশ্ন উঠছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন । রথযাত্রায় সর্বত্র মানুষের রাশ টেনেছে প্রশাসন । এমন সময় করোনা বিধিকে উপেক্ষা করে প্রশাসনের অনুমতি না থাকলেও কীভাবে রথের চাকা গড়ালো মালদা থানার মোড় গ্রামে ! যদিও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ।