শ্রীলেখার কাছে কলকাতা একটি প্রিয় শহর তিনি যেখানেই যান না কেন কলকাতায় ফিরে আসার জন্য তিনি সর্বদাই অভিমুখী হয়ে থাকেন। কিন্তু সম্প্রতি তার একটি পোস্টে কলকাতার প্রতি অনুভূতি যে ক্রমশই কমে যাচ্ছে সেটাই প্রকাশ পেয়েছে।আগাগোড়াই একটু ডানপিটে স্বভাবের অভিনেত্রী শ্রীলেখা, কোনকিছুকেই ভয় পান না, মনের যা বক্তব্য সেটা অকপটে বলে দিতে পছন্দ করেন।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে শ্রীলেখার কথা হয় এই বিষয়ে শ্রীলেখা জানান,” গোটা রাজ্য জুড়ে যা অবস্থা একেবারেই ভালো নয়, এই সমস্ত দেখে ভালো লাগছে না আর। এক ধরনের অনুভূতি হচ্ছে। সব সময় আমি কিছুতেই ডিপ্লোম্যাটিক হতে পারছি না, রাগ হলেই সেটা প্রকাশ করছি।সবাই রাজ্যের আসল বিষয় গুলি নিয়ে আলোচনা করছে না বরং এড়িয়ে যাচ্ছে।
আমি এদের মত হতে পারলাম না, এতে আমার অনেক বেশি সুবিধা হত। কাজের জন্য অভাব হতো না। সব সময় সব জায়গাতে আমি মানিয়ে চলতে পারিনা। রাজ্যে যে রকম অবস্থা সেই বিষয় নিয়ে ভাবলেই যেন বিরক্ত লাগছে। কলকাতায় থাকাটা আমার কাছে দম বন্ধের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে”।