Home অফবিট লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার...

লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ

মালদা, ২০ মে ।  গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ । বুধবার গভীর রাতে  সুলতানিয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকেই ওই মাদক কারবারিকে গ্রেপ্তর করেছে পুলিশ।

 

 

 

 

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০৬ গ্রাম প্যাকেট বন্দী ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা । বৃহস্পতিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারির নাম আলম খান।  তার বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায় । বুধবার গভীর রাতে প্লাস্টিকের প্যাকেট বন্দি ব্রাউন সুগার নিয়ে সুলতানিয়া মোড় এলাকার জাতীয় সড়কের ধারে জড়ো হয়েছিল ওই ব্যক্তি। উদ্দেশ্য ছিল মালদা শহরের দিকে আসার কিন্তু লকডাউনের মুহূর্তে রাতে হয়তো কোন গাড়ি না পাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে ওই মাদক কারবারি অপেক্ষা

 

 

করছিল অথবা অন্য কোন গাড়ির জন্য অপেক্ষা করে থাকতে পারে ওই ব্যক্তি। এরই মধ্যে কালিয়াচক থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ওই মাদক কারবারি বিরুদ্ধে। তারপরই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments